হাজিগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো হাটিলা (পূর্ব) ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ হাটিলা পূর্ব ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজওসমুজ্জ্বল।
ক) নাম – ০৮নং হাটিলা (পুর্ব)ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১৪.৭০ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ২৫,৪৫৭ জন (প্রায়) ( আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১০ টি।
ঙ) মৌজার সংখ্যা – ৮টি।
চ) হাট/বাজার সংখ্যা -০৩টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
* সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৯টি,
* বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,
* উচ্চ বিদ্যালয়ঃ ২টি,
* মাদ্রাসা- ১টি।
* মাদ্রাসাএতিমখানা- ০৫ টি
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ সোহরাব হোসেন মিয়াজী
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৪ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঢ) গ্রাম সমূহের নাম –
* বেলঘর
* পদুয়া
* রাজাপুরা
* লাওকোরা
* বলিয়া
* হাড়িয়াইন
* টঙ্গীর পাড়
* নোয়া পাড়া
* হাটিলা
* গঙ্গানগর
হাজীগঞ্জ উপজেলার হাটিলা পুর্ব ইউনিয়নের ভৌগলিক অবস্থান উত্তর অক্ষাংশের ২৩°২৯' এবং ২৩°৪২' এর মধ্যে ৯০°৫৯' এবং ৯১°০৫' দ্রাঘিমাংশের মধ্যে।
ভৌগলিক অবস্থানঃ
পূর্ব ̶ ৯০°৫৯'
পশ্চিম ̶ ২৩°৪২'
উত্তর ̶ ২৩°২৯'
দক্ষিণ ̶ ১°০৫'
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস